সৌন্দর্য চর্চা….
রূপ বিশেষজ্ঞ: শ্রীমতি মুন্না মুখার্জী
চুল পড়া বন্ধ করার সাথে সাথে বেশি করে নতুন চুল গজানোর জন্য কি করা যেতে পারে?
চুলের সমস্যা বড় সমস্যা। তাই চুল নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। অকাল-পক্কতা থেকে চুল পড়া, অল্প বয়সে টাক- এ-তো এখনকার দিনে নিত্য ঝামেলা। চুলের সমস্যায় কারোর কারোর প্রেম পর্যন্ত ভেঙে গিয়েছে। এমনকী, ভালো কেশবতী কন্যা এবং ভালো কেশ বিন্যাসের ছেলে– বিয়ের বাজারেও এদের কদর যথেষ্ট। সেখানে টাক মাথার ছেলে বা পাতলা চুলের কন্যায় এখনও বিয়ের বাজারে রয়েছে হাজারো ছুৎমার্গ।
চুল মানে তবে যে শুধুই সৌন্দর্য- তা নয়। ভালো এবং সুন্দর-স্বাস্থ্যসম্মত চুল একজনের ব্যক্তিত্বেরও পরিচয় বহন করে। কিন্তু, দিনের পর দিন বেড়ে চলা দূষণ, ভেজাল খাবার ভক্ষণ এবং ইঁদুর-দৌঁড়ের জীবনে আমরা কেউই চুলের সেভাবে যত্ন করতে পারি না। এর সঙ্গে রয়েছে থাইরয়েড, টেনশন, কেমোথেরাপি থেকে শুরু করে অ্যানিমিয়া, ভিটামিনের অভাব, সুগার-এর মতো ভয়ঙ্কর সব রোগ আর চিকিৎসা পদ্ধতি। যার নিট ফল চুলের দফা-রফা অবস্থা। এই সমস্যার সমাধানই বাতলে দিচ্ছে ‘Brishti’s Hair Solution। মাত্র কয়েক দিনেই ফিরিয়ে দিচ্ছে স্বাভাবিক-সুন্দর-স্বাস্থ্যসম্ মত চুল।
Brishti’s Hair Solution হল একটি আয়ুর্বেদিক তেল। চুল পড়ার সমস্যা প্রতিরোধ করা থেকে অকাল-পক্কতা, খুসকি সমস্যার সমাধান, চুলের বৃদ্ধি প্রবণতাকে ফিরিয়ে আনা এবং টাকেও চুল গজাতে সাহায্য করে এই Brishti’s Hair Solution’। এই আয়ুর্বেদিক তেলের এমনই গুণ যে তিন বছরের টাকেও অনায়াসে গজিয়ে তুলতে পারে চুল। এই মুহূর্তে ভারতবর্ষে দ্রুতগতিতে জনপ্রিয় হচ্ছে কল্যাণীতে তৈরি হওয়া ‘Brishti’s Hair Solution।
কল্যাণীতে তৈরি Brishti’s Hair Solution এমন একটি আয়ুর্বেদিক তেল যার মান এবং গুণের স্বীকৃতিও মিলেছে। । ইতিমধ্যে ১ হাজারেরও বেশি মানুষ ‘Brishti’s Hair Solution কে চুলের সমস্যা সমাধানের উপায় বলে মেনে নিয়েছেন। সুতরাং, আপনিও এই সুযোগ হাতছাড়া করবেন না। ভালো ও সুন্দর চুল পেতে এবং চুলের সমস্যাকে গুডবাই জানাতে নিয়ে আসুন ‘Brishti’s Hair Solution আর এই তেলটি কেনার পর আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। ‘হেয়ার অয়েল’ ব্যবহারের অভিজ্ঞতা ফেসবুকেএ শেয়ার করুন।